পঞ্চগড়ে প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) শহরের তেঁতুলিয়া মহাসড়কের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই পলিথিনগুলো জব্দ করে পঞ্চগড় পরিবেশ অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলি।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন পঞ্চগড় শহরে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে পরিবেশ অধিদফতরের সহোযোগিতায় ছিল পঞ্চগড় শহর সদর থানার কর্মকর্তাগণ।

অভিযানে তারা জেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময়, পলিথিনবাহী একটি ট্রাক আটক করা হয়। ওই ট্র্রাক থেকে ১ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

জানা গেছে, পঞ্চগড়ের চার ব্যবসায়ীকে দেয়ার জন্য ট্রাক যোগে ১৮টি বস্তায় পলিথিনগুলো আনা হচ্ছিল। পলিথিনগুলোর আনুমানিক মুল্য প্রায় তিন লক্ষ টাকা। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন বহনকারী ট্রাক ও চালকসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply