২০ দিনের ব্যবধানে কারাবন্দী থেকে সেনেগালের প্রেসিডেন্ট

|

২০ দিন আগেও কারাগারে ছিলেন কারাগারে। এরপর হয়েছেন সেনেগালের নতুন প্রেসিডেন্ট। ১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ম্যাকি সলকে হারিয়ে ৪৪ বছর বয়সী ফায়ে জয়ী হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। বাসিরু দিওমায়ে ফায়েও ছিলেন তাদের মধ্যে একজন।

মূলত, সেনেগালে এই নির্বাচন হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে। তবে, নির্বাচনী প্রচার শুরু হওয়ার কয়েক দিন আগে প্রেসিডেন্ট সল দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন স্থগিত করেন। দুর্নীতিবাজদেরও প্রার্থীর তালিকায় রাখার অভিযোগ তুলে ওই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। অনেক সমালোচকেরা বিষয়টিকে দেখেন সলের ক্ষমতা ধরে রাখার চেষ্টা হিসেবে।

পরে সেনেগালের সাংবিধানিক পরিষদ প্রেসিডেন্টের ওই সিদ্ধান্ত বাতিল করে ২ এপ্রিলে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। ফলে দেশটিতে লম্বা সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply