কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ৯ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ শিশুকে। উদ্ধারকর্মীরা বলছেন, নিহতদের মধ্যে পাঁচজনই শিশু।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘটেছে এ ভূমিধস। যাতে কাঁদামাটির নীচে চাপা পড়েছে তিনটি কুড়েঘর। এখনও দুই শতাধিক মানুষ চালাচ্ছে উদ্ধারকাজ। পাহাড়ি এলাকাটিতে নিম্নবিত্ত ও শ্রমিকরা বসবাস করেন। ব্যারেন কেবারমেজা এলাকায় দেশটির প্রধান জ্বালানি শোধনাগার। সেখানেই, কাজ করেন বেশিরভাগ শ্রমিক। চলতি মাসেই, কলম্বিয়ায় আরেকটি ভূমিধসে প্রাণ গেছে অন্তত ১২ জনের।
Leave a reply