চাঁদা হিসেবে বিটকয়েন চাইতেন ‘ডার্ক মোসাদ’, অবশেষে ধরা

|

হোয়াটসঅ্যাপে ‘ডার্ক মোসাদ’ নাম দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিটকয়েন চাঁদা দারি করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইকবাল হোসাইন।

তিনি জানান, গ্রেফতারকৃতের নাম জাহাঙ্গীর আলম। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফিকে প্রাণনাশের হুমকি দিয়ে বিটকয়েন চাঁদা দাবি করে জাহাঙ্গীর আলম। এছাড়া অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও রাজনৈতিক নেতাদের কাছেও চাঁদা দাবি করেছিল সে। পরে অভিযান চালিয়ে বিভিন্ন আলামতসহ তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে বিদেশি কোনো চক্রের যোগাযোগ থাকতে পারে বলে পুলিশের ধারণা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply