মিয়ানমারের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা

|

মিয়ানমারের রাজধানী নেপিদোতে জান্তা বিরোধীরা ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জান্তা বিরোধী সশস্ত্র সংগঠন এনইউজির দাবি, এ দিন তারা রাজধানীর দুইটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃততে তারা জানায়, এনইইজি’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২১ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক সরকার। তখন সামরিক শাসনকে দুর্বল করার জন্য দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর একটি জোট গঠিত হয়।
তবে এ বিষয়ে মিয়ানমার সরকারের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply