ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। এতে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে গেল অলরেডরা।
ঘরের মাঠ এনফিল্ডে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেয় লিভারপুল। খেলার ১৭ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে ব্যবধান ১-০ করেন ডারউইন নুনিয়েজ। গোলকিপার শট নিতে গেলে লাফিয়ে উঠেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। পায়ে লেগে বল চলে যায় শেফিল্ডের জালে। ফলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ক্লপের দল।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্র্যাডলির আত্নঘাতী গোলে সমতায় ফেরে শেফিল্ড। ৭৬ মিনিটে ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে লিড ২-১ করেন আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টার। খেলার ৯০ মিনিটে রবার্টসনের বাড়ানো বলে হেড থেকে জয়সূচক গোল করে ব্যবধান বাড়িয়ে নেন গ্যাকপো।
এই জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২ পয়েন্ট কম পেয়ে আর্সেনাল রয়েছে দ্বিতীয়তে এবং ৬৭ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ছুটছে ম্যান সিটি।
/এএম
Leave a reply