ইয়েমেনে চার শতাধিক হামলায় ৩৭ জন নিহত, দাবি হুতির

|

আব্দুল মালিক আল হুতির ছবি নিয়ে প্রতিবাদে হুতি সমর্থকরা। ফাইল ফটো: এপি

ইয়েমেনজুড়ে প্রায় তিনমাসে ৪ শতাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এসব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ ইয়েমেনি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এমনটা দাবি করেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

টেলিভিশনে দেয়া ভাষণে এই নেতা জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এখন পর্যন্ত ৯০টি জাহাজে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। গত এক মাসেই ৩৪টি হামলা চালিয়েছে হুতি। ছোড়া হয়েছে ১২৫টি ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল ও ড্রোন।

প্রসঙ্গত, গত নভেম্বর থেকেই গাজায় আগ্রাসনের জবাবে লোহিত সাগর ও আরব সাগরে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহিরা। জবাবে ফেব্রুয়ারি থকে ইয়েমেনে হুতিদের স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply