গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নেতানিয়াহু প্রশাসন ব্যর্থ হলে, ইসরায়েল ইস্যুতে নীতি পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র। এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ফোনে আলাপ করেন জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গাজার বেসামরিকদের সুরক্ষার ওপর নির্ভর করছে। গাজায় ইসরায়েলি হামলায়, বিদেশি ত্রাণকর্মী নিহতের পর দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোনালাপ। এ সময়, বাইডেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। পাশাপাশি, অগ্রহণযোগ্য হামলা বন্ধেরও কথা বলেন।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, গাজায় ইসরায়েলি অভিযানে যে সার্বিক মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফোনালাপে এটা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ত্রাণকর্মীসহ বেসামরিকদের নিরাপত্তায় ইসরায়েল কি ধরণের ব্যবস্থা নেবে তা স্পষ্ট করতে হবে তেল আবিবকে। এর ব্যত্যয় হলে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে তাতে পরিবর্তন আনা হবে।
গাজা ইস্যুতে ইসরায়েলকে চাপ দিতে প্রথমবার এমন হুঁশিয়ারি এলো মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। উপত্যাকায় যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এর আগে, গেল মাসে মধ্যপ্রাচ্য সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। সেসময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক হয় তার। বৈঠকে তিনি ফিলিস্তিনের রাফায় হামলা না চালাতে অনুরোধ করেন। তবে নেতানিইয়াহু সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলেও হামলা চালানো হবে।
মূলত, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বরাবরই ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সে সময় নেতানিয়াহু হামাসকে যেকোনো মূল্যে ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন।
এটিএম/
Leave a reply