মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি, মালামাল ও টাকা লুট

|

ফাইল ছবি।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিনো হাইড্রো কোম্পানির’ ওয়ার্কশপে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রূপনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ে। এ সময় ওয়ার্কশপটিতে ১০ জন কর্মী ছিলেন। একপর্যায়ে দূর্বৃত্তরা সেখানকার নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের বেঁধে ফেলে। সেখানে থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা লুটে নেয় তারা। এছাড়া ওয়ার্কশপের ভেতর থাকা মালপত্রও নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী জোনের সহকারী কমিশনার শাহীদুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply