অবসর পেলে কী করেন সালাহ?

|

মোহাম্মদ সালাহ। নামটি শোনার পর আর খুব বেশি বিশেষণ দেয়ার দরকার হয় না। কারণ বিশ্ব ফুটবলে এই মিশরীয় তারকার কীর্তি কমবেশি জানা অনেকেরই। বেশ কয়েকবছর ধরে সালাহ মাঠ মাতাচ্ছেন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে।

এত বড় তারকা, তাই ভক্তদের নজরও সবসময় থাকে তার দিকে। ব্যক্তিজীবনে সালাহ কেমন, অবসর সময়ে কী করেন তিনি, এসব জানতে অনলাইনে সার্চও করেন অনেকে। সেসব প্রশ্নের উত্তরই মিলেছে গোল ডটকমের একটি ফিচারে।

লিভারপুলের জার্সিতে সফল সালাহ

বলা হয়েছে, অবসর সময়টা দাবা খেলে আর যোগ ব্যায়াম করে কাটাতে পছন্দ করেন এই লিভারপুল তারকা। এছাড়া মেডিটেশনও করেন তিনি। বলেছেন, এভাবেই তিনি ‘সেরা সালাহ’কে খুঁজে পান।

সালাহ বলেন, আমি প্রায় প্রতিদিনই দাবা খেলি, প্রতিদিনই। সময় পেলেই যোগ ব্যায়ামও করি। আর নিয়ম করে মেডিটেশন করতে ভুলি না।

সালাহ যোগ করেন, আমি আমার নিজের ছোট ছোট জিনিসগুলো বিকশিত করার চেষ্টা করি। শুধু ফুটবল নিয়েই ভাবি, তা নয়। একজন মানুষ হিসেবে আমার বিকশিত হবার প্রয়োজন বোধ করি।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply