বান্দরবানে কেএনএফের ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বললেন, এই সশস্ত্র গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বেড়ে উঠলেও সরকার তথাকথিত জঙ্গি ধরার নাটক করছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বললেন, দেশের সীমান্ত এত অরক্ষিত তা ডামি সরকার জনগণকে জানতে দিচ্ছে না। ভারত ও রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের সবগুলো সীমান্ত এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) ব্যবহার করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
বিএনপির এ নেতা অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ নয়, দেশের অর্থনীতিও তাদের কাছে নিরাপদ নয়। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় শুধু পুলিশ ও বিজিবি দিয়ে কাজ হবে না। সীমান্তে বিপুল সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি।
/এমএন
Leave a reply