এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায়

|

আজ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবহাওয়া অধিদফতর থেকে দেয়া হয়েছে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস। বলা হয়েছে, খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ।

৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দুই এক জায়গায় হতে পারে বজ্রসহ শিলা বৃষ্টি। এছাড়া দিনের তাপমত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

পরদিন রোববারের আবহাওয়া সম্পর্কে বলা হয়, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা তুলনামূলক শুষ্ক থাকবে, এছাড়া রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোমবাররের তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এবং সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা বাতাস বয়ে যাবে। আকাশ থাকবে বিচ্ছিন্নভাবে মেঘাচ্ছন্ন। এছাড়া দিন ও রাতের তাপমত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply