ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ১৯ তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে শনিবার (৬ এপ্রিল) মাঠে নামে দুদল। ভিরাট কোহলির অপরাজিত ১১৩ ও ফাফ ডু প্লেসির ৪৪ রানের সুবাদে এ রান পায় বেঙ্গালুরু।
নিজেদের মাঠে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। শুরু থেকেই মারমুখি ভঙ্গিমায় আবির্ভূত হন বেঙ্গালুরুর দুই ওপেনার ভিরাট-ডু প্লেসি। শতরানের জুটি গড়েন এই দু ওপেনার। ইনিংসের ১৪ তম ওভারের শেষ বলে চাহালের বলে বাটলারের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ফাফ। এরপর ম্যাক্সওয়েল নামলেও সুবিধা করতে পারেননি। মাত্র ১ রান করে আউট হন এই অজি ব্যাটার।
চাহালের দ্বিতীয় শিকারে পরিনত হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌরভ চৌহান। একপ্রান্তে ব্যাট হাতে লড়াইয়ের পাশাপাশি তান্ডব চালিয়ে যেতে থাকেন ভিরাট। শেষ পর্যন্ত ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন কোহলি। অপরদিকে গ্রিন অপরাজিত থাকেন ৫ রানে।
রাজস্থানের পক্ষে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন চাহাল। ১টি উইকেট পান নান্দ্রে বার্গার।
/এমএইচআর
Leave a reply