ট্রেনে ঈদ যাত্রার পঞ্চম দিনেও রাজধানীর কমলাপুর স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই যথাসময়ে একটির পর একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে যেতে দেখা যায়।
ঈদযাত্রার পঞ্চম দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। ট্রেনের ছাদে উঠে মানুষের বাড়ি ফেরার সেই চিরাচরিত চিত্রও নেই।
অনেকদিন পর বাড়ির পথ ধরা যাত্রীরা বেশ খুশি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করার অপেক্ষায় সবাই। যাত্রীরা বলছেন, নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন তারা। নেই কোনো ভোগান্তি। তিন স্তরের তল্লাশি চৌকি পার হয়ে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের।
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ রাত ১১টায় বিশেষ ট্রেন ছাড়বে। কাল এবং পরশুও এই বিশেষ ট্রেন জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরে উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ১৭ এপ্রিলের ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে।
/এমএইচ
Leave a reply