যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিমানবন্দর, হিথরোতে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুইটির পাখা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিরাপদে আছে সকল যাত্রীরা।
সংঘর্ষ হওয়া দুইটি বিমানের একটি ব্রিটিশ এয়ারওয়েসের ও আরেকটি ভার্জিন আটলান্টিক এয়ারক্রাফটের।
ভার্জিন আটলান্টিক জানায়, তাদের বিমানটি কিছুক্ষণ আগেই ৩ নম্বর টার্মিনালে ল্যান্ড করে এবং সেটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় দুইটি বিমানের পাখার সংঘর্ষ হয়।
ব্রিটিশ বিমান কর্তৃপক্ষ বলছে, তাদের বিমানটির ঘানার আক্রার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঘটনার পর যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।
হিথরো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, দুই বিমানের সংঘর্ষের ফলে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি।
এটিএম/
Leave a reply