গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে অস্ট্রেলিয়া

|

গাজায়, বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে বিশেষ কর্মকর্তা নিয়োগ করবে অস্ট্রেলিয়া। স্বচ্ছতা নিশ্চিতে, ইসরায়েলের সাথে কাজ করবেন নিয়োগকৃত কর্মকর্তারা।

অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, সব তথ্য-প্রমাণ সংরক্ষণের ওপর তারা গুরুত্ব দিবেন। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

গত সোমবার, ইসারায়েলি হামলার শিকার হয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িবহর। মৃত্যু হয় ৭ স্বেচ্ছাসেবীর। নিহতদের একজন অস্ট্রেলীয়, তিনজন ব্রিটিশ, একজন পোলিশ, ও একজন মার্কিন-কানাডীয় দ্বৈত নাগরিক। এ ঘটনার জেরে ইসরায়েলের ওপর চাপ বাড়ে পশ্চিমাদের। গত শুক্রবার, সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বরখাস্ত করে নেতানিয়াহু প্রশাসন। জ্যেষ্ঠ কয়েকজন কমান্ডারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। প্রত্যাশার কথা চিঠিতে জানিয়েছি তেলআবিবকে। ইসরায়েলের তদন্ত কার্যক্রমে সাথে থাকার জন্য অস্ট্রেলিয়া সরকার একজন বিশেষ কর্মকর্তাকে নিয়োগ করবেন। ত্রাণকর্মীদের ওপর হামলার মতো ঘটনাকে পাস কাটানোর সুযোগ নেই। সবাই এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তদন্তে যদি দেখা যায় আইডিএফ সদস্যরা আইন মেনে কাজ করেননি, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply