যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ২ জন সেইসাথে ৭ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৩টায় দোরালের মার্টিনি বারে হঠাৎ এ ঘটনা ঘটে। খবর সিএনএন।
মূলত সেই বারে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা থেকেই ঘটনার সূত্রপাত হয়। অবস্থা বেগতিক দেখে বাধা দিতে আসে বারের এক নিরাপত্তাকর্মী। এতে বন্দুকধারী গুলি চালালে প্রাণ হারায় সেই নিরাপত্তাকর্মী।
গোলাগুলির ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোরাল সিটি পুলিশ এবং ঘিরে ফেলে সেই বন্দুকধারীকে। এসময় পুলিশের ওপর গুলি ছোঁড়ার ঘটনা ঘটলে পুলিশের একজন কর্মকর্তাও আহত হন। অপরদিকে পুলিশের গুলিতে নিহত হয় সেই বন্দুকধারী। গুলিবিদ্ধ সাতজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি পাঁচজনের অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
/এমএইচআর
Leave a reply