বায়ার্ন থেকে টুখেলের বরখাস্ত চান লোথার ম্যাথাউস

|

বার্লিন ওয়ালের মতোই ভেঙে পড়েছে বায়ার্নের আধিপত্য। বুন্দেসলিগার ২৮ তম ম্যাচডে তে হেরে গেছে টুখেলের শিষ্যরা। আর এতেই বেজায় চটেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক খেলোয়াড় লোথার ম্যাথাউস।

শনিবার (৬ এপ্রিল) অপেক্ষাকৃত নতুন দল হাইডেনহাইমের কাছে ২-০ তে লিড নিয়েও হেরে যায় বায়ার্ন। ম্যাচের ফলাফল বায়ার্ন ২-৩ হাইডেনহাইম। স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ ম্যাথাউস বলেছেন, আমার মনে হয় টমাস টুখেলের সাথে দলের বন্ধনটা ভেঙে গেছে। আপনি যখন হাইডেনহাইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাবেন, সেরকম একটি ম্যাচে পয়েন্ট হারাতে পারেন না। এটা মেনে নেওয়া যায় না।

ম্যাথাউস আরও বলেন, এভাবে চলতে পারে না। সামনেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটে, সেটা দেখার অপেক্ষায় আমি। আমার মনে হয় আর্সেনালের সাথে ম্যাচের আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া প্রয়োজন।

উল্লেখ্য, ১৯৯০ সালে জার্মানির তৃতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ম্যাথাউস। নিজের ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন প্রায় এক যুগ। এদিকে দীর্ঘ এক দশক পর বুন্দেসলিগা শিরোপা প্রায় হাতছাড়া হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের। বায়ার লেভারকুসেনের চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে বাভারিয়ানরা। পরের ম্যাচ লেভারকুসেন ড্র করলেই শিরোপা তাদের।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply