বাগেরহাট করেসপনডেন্ট:
ঘন কালো বজ্রমেঘে সকালের রোদ ঝলমলে দৃশ্য মুহূর্তে গভীর রাতের দৃশ্য দেখলো বাগেরহাটবাসী। রোববার (৭ এপ্রিল) সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ১০ মিনিট ব্লাকআউটের মতো গোটা বাগেরহাটে অন্ধকার নেমে এসেছিল। এ সময় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক তৈরি হয়।
স্থানীয় একাধিক প্রবীণ নাগরিকের সাথে কথা বলে জানা গেছে, এই দৃশ্য তারা আগে কখনো দেখেননি। স্বাভাবিক সূর্যগ্রহণ দেখেছেন কিছুটা অন্ধকারের অবয়ব দেখেছেন। তবে আজকের মতো দিনের ঝলমলে আলোতে রাতের অন্ধকার কখনো দেখা হয়নি তাদের।
এ বিষয়ে মংলা আবহাওয়া দফতরের দায়িত্বরত কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন আজকের এই দৃশ্যকে বজ্রমেঘ বা ঘনকালো মেঘ বলে। এমন হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এ ধরনের মেঘাচ্ছন্ন দৃশ্য সবসময় দেখা যায়না বলেও জানান তিনি।
/এনকে
Leave a reply