রাজধানীর একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

|

রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়ার একটি বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পু‌লিশের ধারণা বাবা নি‌জে আত্মহত্যা করার আগে ছেলেকে হত্যা করেছেন। হত্যার চেষ্টা করা হয়েছে ৭ বছরের শিশু মেয়েকেও। এসময় এক‌টি চিরকুটও উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বাবা মশিউর রহমান ও ছে‌লে মোদা‌ব্বির রহমান। জানান গেছে, মশিউর রহমান শেয়ার ব্যবসায়ী ছিলেন এবং ছেলে মোদ্দাব্বির উচ্চ মাধ্যমিকের ছাত্র। এসময় গুরুতর অবস্থায় মে‌য়ে সিন‌থিয়াকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সিন‌থিয়াকে এক‌টি বেসরকারী হাসপতালে ভ‌র্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম‌শিউর রহমানের স্ত্রী বাইরে থে‌কে বাসায় এসে দরজা বন্ধ পান, পরে বার বার ডাকাডা‌কি করার পরও কোনো সাড়া না পে‌য়ে দরজা ভেঙে দে‌খেন, ছেলে-মে‌য়ে মেঝেতে পড়ে আছে আর ম‌শিউর ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাও থানার ডিসি আ‌জিমুল হক। বলেন, মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে। তবে সে‌টি মশিউরের লেখা কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply