গভীর রাতে বাড়িতে ঢুকে পড়লো চিতা বাঘ ও ভালুক

|

গভীর রাত! হঠাৎ চোখ খুলে জানালা দিয়ে দেখলেন সামনের বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে কালো ভালুক ও চিতা বাঘ। শুনতে ভয় কিংবা অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটেছে ভারতের ওটির একটি গ্রামে। রোববার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েল্লানাহাল্লি গ্রামের বাসিন্দারা শুক্রবার রাতেই চিতা বাঘ আর ভালুক ঘোরাফেরা করতে দেখেন। এমন ঘটনায় চিন্তিত হয়ে পড়ে গ্রামবাসী।

এদিকে, ফরেস্ট সার্ভিস অফিসার পারভীন কাসওয়ান ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মজা করে লিখেন, মনে হচ্ছে গোপন কোনো বৈঠক বসেছে বাড়িটিতে। একটি চিতা বাঘ ও ভালুক ওটির কাছে একটি বাড়িতে ভ্রমণের সিদ্ধান্ত নেয়।’

এদিকে ভিডিওটি এক্স ব্যবহারকারীদের মাঝে বেশ আলোড়ন তুলেছে। একজন লিখেছেন, ‘বালু আর বাঘিরা সম্ভব মোগলির সঙ্গে দেখা করতে এসেছে।’

/এআই

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply