কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে হাতিয়ে নেয়া সম্পত্তির সুরক্ষা পেলো ভুক্তভোগী পরিবার। জমি বিক্রিতে আসামিদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি টিম।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে চেম্বার জজ মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন। ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার রাগীব হোসেন জানান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে কুষ্টিয়ায় একটি পরিবারের প্রায় একশ কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র।
সেই জমি যাতে আসামিরা ক্রয়-বিক্রয় বা দখলে নিতে না পারে, সেজন্য কুষ্টিয়ার আদালতে আবেদন করে ভুক্তভোগী পরিবার। সেই আবেদনের পক্ষে আদালত রায় দিলে আসামিরা ক্ষিপ্ত হন। রায়ের বিরুদ্ধে তারাও অধ্বস্তন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দৌড়ঝাঁপ শুরু করেন। সবশেষ চেম্বার জজ আদালত আসামিদের আবেদন খারিজ করে দেন।
/এমএন
Leave a reply