জাদেজা-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে কলকাতাকে ১৩৭ রানে থামালো চেন্নাই

|

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৩৭ রানে থামিয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতাকে অল্প পুঁজিতে আটকাতে ভীষণ কার্যকর ভূমিকা রাখেন মোস্তাফিজ। ৪ ওভারে ২২ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। সব মিলিয়ে ১৬টি ডট দেন। এবারের আসরে ৪ ম্যাচে মোট ৯ উইকেট রয়েছে তার নামের পাশে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার টস জিতে বোলিং নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ইনিংসের প্রথম বলেই কলকাতার ওপেনার ফিল সল্টকে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তুষার দেশপান্ডে। তুষারের ফুলার লেংথ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে জাদেজাকে ক্যাচ দেন সল্ট। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান মোস্তাফিজ। ওই ওভারে একটি চার হজম করলেও মাত্র ৬ রান দেন তিনি। তাকে আক্রমণে ফেরানো হয় ষষ্ঠ ওভারে। প্রথম বলে বাউন্ডারি হলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। আবারও স্রেফ ৬ রান খরচ করেন।

পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে কলকাতার পুঁজি দাঁড়ায় ১ উইকেটে ৫৬ রান। চলতি মৌসুমে নিজেদের মাঠে ইনিংসের প্রথম ৬ ওভারে আর কোনো দলের বিপক্ষে এত বেশি রান দেয়নি চেন্নাই। ওই সময়ে ওভারপ্রতি গড়ে নয়ের বেশি রান উঠলেও দারুণ আঁটসাঁট থাকেন মোস্তাফিজ। এরপর রাঘুবানশিকে সাজঘরে ফেরান জাদেজা। তাকে মিডল স্টাম্পের ওপর করা বলে ব্যাটই লাগাতে পারেননি কলকাতার এই ব্যাটার। বল সোজা আঘাত হানে প্যাডে। 

চারবল পরেই আউট হন নারিনও। কলকাতার এই ওপেনার লং অফে সহজ ক্যাচ নিয়েছেন মাহিশ থিকশানা। শেষদিকে আন্দ্রে রাসেলের ১০ রান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। ১৮তম ওভারে এসে ৯ রান খরচা করেছিলেন মোস্তাফিজ। ২০তম ওভারে নিজের প্রথম বলেই শ্রেয়াস আইয়ারকে মিড উইকেটে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান কাটার মাস্টার। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস আসে আইয়ারের ব্যাট থেকেই।

২ বল পর মিচেল স্টার্ককে রাচিন রবীন্দ্রর ক্যাচ বানান এই টাইগার পেসার। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার জাদেজা। এ ছাড়া ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন দেশপান্ডে। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ দুই উইকেট নেন মোস্তাফিজ। ১টি উইকেট গেছে তুষার ও থিকশানার ঝুলিতে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply