উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টারফাইনালে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে আরেক কোয়ার্টারে উড়তে থাকা আর্সেনালের প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে খেললেও স্নায়ুচাপে ভোগার কথা বলছেন, কোচ কার্লো আনচেলত্তি। আর ম্যানসিটি কোচ গার্দিওলা জানিয়েছেন দ্বিতীয় লেগে নজর রাখার কথা।
চলতি মৌসুমে একেবারে ভিন্ন দুই অবস্থানে আছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। প্রিমিয়ার লিগে গানাররা দ্যুতি ছড়ালেও বুন্দেস লিগায় ধুঁকছে বায়ার্ন। এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। প্রথম লেগের খেলায় ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নামার আগে বেশ সতর্ক আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
তবে ফেভারিট হিসেবে গানাররা মাঠে নামলেও পরিসংখ্যান বলছে, ভিন্ন কথা। ২০১৭ সালে শেষ ১৬’র লড়াইয়ে বায়ার্নের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল আর্সেনাল। দুই লেগ মিলিয়ে তাদের হারতে হয় ৫-১ গোলে। তাছাড়া গানারদের পেলেই হ্যারি কেইনের জ্বলে ওঠার পরিসংখ্যান দু:শ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিকেল আর্তেতার সামনে।
বিষয়টি নিয়ে আর্সেনাল মিকেল আর্তেতা বলেন, কেইনের গত ১০ বছরের পরিসংখ্যান দেখলে আপনি নি:সন্দেহে ভাবতে বাধ্য হবেন। তার সামর্থ্য সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত। সে ভিন্ন ভিন্ন বহু উপায়েই গোল করতে পারে। তবে আমরাও বেশ ছন্দে আছি। আশা করছি তা ধরে রেখে মাঠে প্রতিফলন ঘটাতে পারবো।
মাঠের খেলার মতো বাইরেও অস্থিরতা চলছে বায়ার্ন মিউনিখে। ঘোষণা অনুযায়ী চলতি মৌসুম শেষ করেই বাভারিয়ানদের দায়িত্ব ছাড়বেন কোচ টমাস টুখেল। তবে লড়াইয়ে নামার আগে তিনি মনে করিয়ে দিলেন বায়ার্নের সামর্থ্যের কথা। বুন্দেস লিগার ব্যর্থতা ভুলে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর কথা জানান টুখেল।
তিনি বলেন, সবাইকে মনে করিয়ে দিতে চাই এটা লিগ নয়; এটা চ্যাম্পিয়ন্স লিগ। এটা সত্যি, আমরা কঠিন সময় পার করছি। তবে সব ছাপিয়ে পুরো দল ভালো কিছু উপহার দেয়ার প্রত্যয়ে আছে। আর্সেনাল ভালো দল। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে তাদের আটকানো কঠিন কোনো বিষয় নয়।
চ্যাম্পিয়ান্স লিগের আরেক হাইভোল্টেজ কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে খেলা হলেও নির্ভার থাকতে পারছেন না কোচ আনচেলত্তি। অতীত পরিসংখ্যান বলছে নকআউট পর্বে রিয়াল-সিটির দেখায় যে দল জয় পায় তারাই করে শিরোপা উৎসব।
ম্যাচটি নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ভীষণভাবে স্নায়ু চাপ অনুভব করছি। তবে এটা সত্যি, আকর্ষণীয় এক ম্যাচ হতে যাচ্ছে। দুই দলেই মানসম্পন্ন বেশ কিছু খেলোয়াড় আছে। তাদের কৌশলগত দিক জমিয়ে দেবে খেলা।
গত মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ২০২২ সালে হারের মধুর প্রতিশোধ সেবার ভালোভাবেই নিয়েছিল সিটিজেনরা। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবল জয়ও করেছিল গার্দিওলার শিষ্যরা। এবারও সেই মিশনের কক্ষপথে ভালোভাবেই আছে ম্যানসিটি। তবে প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ তখন বেশ সতর্ক পেপ গার্দিওলা।
সিটি কোচ গার্দিওলা বলেন, রিয়াল মাদ্রিদের সাথে খেলা সহজ কোনো বিষয় নয়। তারা সম্পূর্ণ তৈরি হয়েই মাঠে নামবে। আগেরবার হারিয়েছি বলে এবারও তাদের হারানো যাবে, তা ভাবার কোনো অবকাশ নেই। তবে দ্বিতীয় লেগে কি হয়, সেখানেই নজর থাকবে আমাদের।
/এনকে
Leave a reply