ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:
ফরিদপুরের ভাঙ্গায় ঈশিতা বেগম (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের নিহতের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শরিফুল বেপারীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রবাসী শরিফুল বেপারী ও তার স্ত্রী ঈশিতার সাথে ঈদের টাকা পাঠানো নিয়ে মোবাইলে বাগবিতণ্ডা হয়। পরে এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথেও ঝগড়া হয়। বিকেলে শাশুড়ি শুকুরন বেগম ঈশিতাকে বাড়ির পাশের গাব গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেন বলেন , সোমবার সন্ধ্যায় উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রাম থেকে ঈশিতা বেগম নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply