জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের পক্ষে সুপারিশ করা হবে কিনা, চলতি এপ্রিল মাসেই এ ইস্যুতে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিশ্বের বৃহত্তম সংস্থার সবচেয়ে ক্ষমতাধর এই অঙ্গ সংগঠন থেকে। আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
নিরাপত্তা পরিষদ বলেছে, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে সংস্থা এই মাসে সিদ্ধান্ত নেবে। র্দীঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই উদ্যোগের বিরোধিতা করে আসছে।
নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা ১৫। এই ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৫টি রাষ্ট্র স্থায়ী এবং বাকি ১০টি অস্থায়ী। পরিষদে কোনো প্রস্তাব উত্থাপিত হলে স্থায়ী সদস্যরা আপত্তি জানানোর মাধ্যমে সেটি বাতিল করে দিতে পারেন। এই ক্ষমতাকে বলে ভেটো ক্ষমতা।
জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ২০১১ সালে আনুষ্ঠানিক আবেদন করে ফিলিস্তিন। এরপর থেকেই পর্যবেক্ষক হিসেবে রয়েছে তারা। এর আগে, একাধিকবার আলোচিত হয় অঞ্চলটির জাতিসংঘে সদস্যপদ পাওয়ার ইস্যুটি। তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান না আসায় ভেস্তে যায় সে উদ্যোগ।
/এএম
Leave a reply