Site icon Jamuna Television

শতাধিক শিশুকে ঈদের উপহার দিলো ফ্লাওয়ার্স বাংলাদেশ

শতাধিক শিশুর মাঝে নতুন পোশাকসহ ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্লাওয়ার্স বাংলাদেশ’। গত শনিবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ অডিটরিয়ামে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু জানান, নিজেদের ঈদের খরচের একটি অংশ থেকে অর্থ বাঁচিয়ে এই ঈদ উপহার দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

তাদের উপহারের মধ্যে শিশুদের জন্য ছিল নতুন জামা, সেমাই, চিনি, চকলেট, দুধ, চাল, টুথ পেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান, শ্যাম্পু ও বিভিন্ন রকমের চকলেট।

/এমএন

Exit mobile version