ঈদযাত্রায় নদী পথে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। শেষ মুহূর্তের ঈদ-যাত্রায় সড়ক পথে যানজটের ভোগান্তি এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই ভিড় করছেন সদরঘাট লঞ্চঘাটে। এতেই যেন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। ডেক থেকে শুরু করে ছাদ, প্রতিটি লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই।
মঙ্গলবার (৯ এপ্রিল) সরেজমিনে রাজধানীর সদরঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ। এদিন সকাল থেকেই লঞ্চ ঘাটের প্রতিটি স্থান দখলে নেন ঘরমুখো মানুষ। মালিকপক্ষ জানায়, যাত্রী সুবিধার জন্য আগেই পল্টুনে লঞ্চ ভিড়িয়ে রাখা হচ্ছে। যাত্রীপূর্ণ হলেই নৌযানগুলো ছেড়ে গেছে নিজ গন্তব্যে।
মালিকরা জানান, পদ্মা সেতু খুলে দেয়ার পর নৌপথে যাত্রীচাপ অনেকটাই কমে গেছে। তবে, স্বস্তির কথা মাথায় রেখে ঈদে অনেকেই ঝোঁকেন লঞ্চ যাত্রায়। এদিকে, যাত্রীদের সচেতনতায় কাজ করছে কোস্ট গার্ড। অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চগুলো যেনো না ছাড়ে সেজন্য সতর্ক করেছেন তারা।
এদিকে, বরগুনাগামী রাজারহাট লঞ্চের যাত্রী সাকিব বলেন, লঞ্চ ছাড়বে কখন জানিনা। সবাই বলতেছে ভরে গেলেই ছেড়ে দিবে। সকালে আইসাও জায়গা পাইনি। এ জন্য সিঁড়িতে বসে আছি। তবুও বাড়ি যেতে হবে। এসব ভিড় ঠেলে বাড়ি যাওয়ার মধ্যেও আনন্দ আছে।
ঢাকা নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ কোষ্টগার্ড এবার পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
/এমএইচ
Leave a reply