মারা গেছেন ‘হিগস বোসন’র আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস

|

পদার্থের বিস্ময়কণা ‘হিগস বোসন’র আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ৯৪ বছর বয়সে মারা গেছেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তিনি। খবর বিবিসির।

পিটার হিগস তার তত্ত্বে বলেছিলেন, শনাক্ত হয়নি- এমন এক কণার কল্যাণেই মহাবিশ্বের সবকিছু ‘ভর’ পেয়েছে, আর ওই কণার কারণেই অটুট আছে মহাবিশ্ব। তার সেই তত্ত্ব বদলে দিয়েছিল বিজ্ঞানের গতিপথ। প্রায় অর্ধশতক পর আরেক যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়, ‘হিগস বোসন’ কণা সত্যিই আছে। আর যুগান্তকারী সেই হিগস বোসন কণা আবিষ্কারের জন্য ২০১৩ সালে তাকে নোবেল পুরষ্কার দেয়া হয়।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রায় পাঁচ দশক এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। তিনি ছিলেন একজন সত্যিকারের প্রতিভাধর বিজ্ঞানী। যার দূরদর্শী চিন্তা ও কল্পনা এই বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে সমৃদ্ধ করেছে। পিটার হিগস ছিলেন সেই মহান বিজ্ঞানী, যার কল্পনা ও ভাবনা আমাদের পরিপার্শ্ব সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply