ঈদের দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী   

|

ফাইল ছবি।

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। অন্যদিকে, গণভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি ফলমূল পাঠানোসহ ভিডিও এবং অডিওবার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply