র‍্যাঙ্কিংয়ে লিটন-শান্ত’র অবনতি

|

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে বদল এসেছে ক্রিকেটারদের র‍্যাঙ্কিং অবস্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাবার মতো এক সিরিজ কাটিয়েছেন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নিজেকে মেলে ধরতে পারেননি সে অর্থে। তাই র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে শান্ত এবং লিটন।

৫ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন লিটন দাস। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে ২য় সেরা অবস্থানে লিটন, সেরা অবস্থান মুশফিকুর রহিমের, তিনি আছেন ২৬ নম্বরে। তৃতীয় সেরা সাকিব আল হাসানের অবস্থান ৪৩ নম্বরে, তিনি পিছিয়েছেন ১ ধাপ। ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে না পারা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ ধাপ পিছিয়ে নেমেছেন ৬১ নম্বরে। 

স্বপ্নের মতো সিরিজ কাটানো কামিন্দু মেন্ডিস ব্যাটারদের মধ্যে ১৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৬ নম্বরে উঠে এসেছেন। যেখানে তিনি যৌথভাবে অবস্থান করছেন মুমিনুল হকের সঙ্গে। বোলিংয়েও উন্নতি হয়েছে তার, এগিয়েছেন ৪৬ ধাপ। আলোচিত অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২ ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে আছেন ২৫ নম্বরে। 

টেস্ট ব্যাটারদের সেরা দশে পরিবর্তন বলতে কেবল দিমুথ করুণারত্নে। ১ ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমেছেন এই লঙ্কান ওপেনার। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন শীর্ষস্থান ধরে রেখেছেন। 

বোলিংয়ে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদ টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে প্রবেশ করেছেন। আছেন ৯৫ নম্বরে। সাফল্যের মুখ তেমন না দেখা তাইজুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে নেমেছেন ১৮ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। ১ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে সাকিব আল হাসান। ৬ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন পেসার খালেদ আহমেদ। 

শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। বিশ্ব ফার্নান্দো ২ ধাপ এগিয়ে আছেন ৪১ নম্বরে। লাহিরু কুমারা ২ ধাপ এগিয়ে আছেন ৪৪ নম্বরে। ৩ ধাপ পিছিয়ে সেরা দশ থেকে ছিটকে ১১ নম্বরে আছেন প্রবাথ জয়সুরিয়া। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। 

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply