স্যামসন-পরাগের ঝড়ো ব্যাটিংয়ে গুজরাটের বিপক্ষে লড়াকু সংগ্রহ রাজস্থানের

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ২৪ তম ম্যাচে গুজরাট টাইটান্সকে ১৯৭ রানের টার্গেট দিয়েছে রাজস্থান রয়্যালস। বুধবার (১০ এপ্রিল) জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান আসে রিয়ান পরাগের ব্যাট থেকে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে রাজস্থানের দুই ওপেনার জয়সওয়াল ও বাটলার। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে উমেশ যাদবের বলে ম্যাথু ওয়েডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। আউট হবার আগে ১৯ বলে ২৪ রান করেন তিনি। জয়সওয়াল আউট হবার পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জস বাটলারও। পরের ওভারেই ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন এ ইংলিশ ব্যাটার। রশিদ খানের বলে রাহুল তেবাটিয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। দলীয় রান তখন ২ উইকেট হারিয়ে মাত্র ৪২।

এরপর রিয়ান পরাগকে নিয়ে ৭৮ বলে ১৩০ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন। ১৯ তম ওভারে পরাগ আউট হবার আগে খেলেন ৪৮ বলে ৭৬ রানের ঝড়ো এক ইনিংস। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৫টি ছয়ের একেকটি দৃষ্টিনন্দন শট। শেষদিকে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার। ৩৮ বলে ৬৮ রানে স্যামসন ও ১৩ রান করে হেটমায়ার থাকেন অপরাজিত।

গুজরাটের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন উমেশ যাদব, রশিদ খান ও মোহিত শর্মা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply