Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের একটি অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে পাঁচজনকে। খবর রয়টার্সের।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, পার্কে ঈদুল ফিতরের অনুষ্ঠান চলছিল। দুপুর ২টায় হঠাৎ গোলাগুলি শুরু হয়। অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দু’টি গ্রুপের মধ্যে দ্বন্দের জেরে এই ঘটনা। এই ইভেন্ট উন্মুক্ত ছিল। কাজেই এতে যে কেউ ঢুকতে পারতো। আমরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছি।

দেশটির পুলিশ জানায়, গোলাগুলিতে দু’জন আহত হন। পরে পুলিশের গুলিতে আহত হয় সন্দেহভাজন এক কিশোর। এ সময় আটকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবিও করেছে পুলিশ।

উল্লেখ্য, ক্লারা মুহাম্মদ স্কয়ার পার্কের ফিলাডেলফিয়া মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় ১ হাজার মানুষ জড়ো হয়েছিল।

/এমএন

Exit mobile version