স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখিপুরের সলঙ্গা গ্রামের এক গৃহবধূ ছয়টি সন্তান জন্ম দিয়েছেন। তবে সন্তানগুলো নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়ায় কাউকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মির্জাপুরের একটি হাসপাতালে বাচ্চাগুলো প্রসব করেন ওই নারী।
ওই গৃহবধূর নাম সুমনা। তিনি সলঙ্গা গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। বাচ্চাগুলো পাঁচ মাসের আগেই জন্মানোয় অপরিপক্ক ছিল। সেজন্য সবাই মারা গেছে বলে জানা গেছে।
ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শতাব্দী সাহা জানান, সকালে ওই গৃহবধূর প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ইমারজেন্সি ডেলিভারি করানো হয়। একে একে তিনি চারটি ছেলে বাচ্চা এবং দুইটি মেয়ে বাচ্চা প্রসব করেন। বাচ্চাগুলো ডেলিভারি হওয়ার সাথে সাথেই মারা যায়।
তিনি আরও বলেন, এক মায়ের পেটে তিনটি বাচ্চা পরিপক্ক হয় তবে এর অধিক থাকলেই প্রিম্যাচিউরড বেবি ডেলিভারি হয়ে যায়। এটাও তার ব্যাতিক্রম হয়নি। বাচ্চাগুলো তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে এবং দাফনও সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তবে প্রসূতি ওই নারী এখানও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অনেকটাই সুস্থ আছে।
/এনকে
Leave a reply