ইসরায়েলে হামলার ঘটনায় জরুরি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

|

ইসরায়েলের ইরানের মিসাইল ও ব্যালেস্টিক হামলার পরপরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএন।

শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে নিজ বাড়ি ডেলওয়ারে থাকাকালীন ইরানের হামলার খবর পান মার্কিন প্রেসিডেন্ট। এরপর সফর সংক্ষিপ্ত করে তৎক্ষণাৎ রওনা দেন ওয়াশিংটনের উদ্দেশ্যে। হোয়াইট হাউসে পৌঁছেই বৈঠক করেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে।

ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কর্মকর্তাদের সাথে আলোচনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেন বাইডেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply