গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ৪০

|

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

বর্ষবরণের দিনে আধিপত্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা। আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে সাইফুল শিকদার।

আজ সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তার দলবল অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে। খবর পেয়ে শেখ গ্রুপের অন্যান্যরা দেশীয় অস্ত্র, লাঠিসোঠা, রামদা প্রভৃতি নিয়ে মোল্লা গ্রুপের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপই সংঘাতে লিপ্ত হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply