Site icon Jamuna Television

দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

দুবাইয়ের পথে রয়েছেন জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ, এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। আগামী ১৯ থেকে ২০ তারিখ তাদের দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছালে নাবিকদের পরিবার ও নিজেদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালিকপক্ষ থেকে অর্থ দেয়া হবে।

কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম এমনটা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। তিনি বলেন, ২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে কেনাকাটার জন্য ডলার দেয়া হয়েছিলো। এবারও সেই পরিকল্পনা আছে মালিকপক্ষের।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল-হারমিয়া বন্দরে যাওয়ার পথে; ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার জেফল উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের বিনিময়ে ৩১ দিন পর সোমালী জলদস্যুদের কবল থেকে ছাড়া পান ২৩ বাংলাদেশি নাবিক।

এটিএম/

Exit mobile version