ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজায় এ ভূমিধসের ঘটনা হয়। ভারী বৃষ্টির কারণে সৃষ্টি হয় এই ভূমিধস। এতে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাটিতে তলিয়ে গেছে কয়েকটি এলাকা। এখনও ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। তাদের উদ্ধারে অভিযান চলছে। গাছ উপড়ে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধারকাজ।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার তানা তোরাজার পার্বত্য অঞ্চল প্রাদেশিক রাজধানী মাকাসার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে সুলাওয়েসি দ্বীপের অবস্থান।
মার্চে বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। প্রবল বৃষ্টিতে শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
/এএম
Leave a reply