নরসিংদীতে বজ্রপাতে পিকআপ চালকের মৃত্যু

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলায় বজ্রপাতে জাকির আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া জেলার বেলাব ও মনোহরদী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আরও দুজন নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পিকআপভ্যান চালক ছিলেন।

আহতরা হলেন, বেলাব উপজেলার ধুকুন্দী এলাকার দুলাল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৪০) ও মনোহরদী উপজেলার আকানগর এলাকার কাওছার মিয়ার স্ত্রী ঝুমা (২৬)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ঝড়ের সময় জাকির আলী সড়কের পাশেই বসে ছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারৈচার এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নরসিংদীর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পলাশ মোল্লা জানান, বজ্রপাতের ঘটনায় রায়পুরা এলাকায় একজন নিহত হয়েছেন। এছাড়া মনোহরদী এবং বেলাব উপজেলা আহত অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে আকলিমা আক্তার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply