ঝালকাঠি করেসপনডেন্ট:
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ঝালকাঠি পৌরসভার এলাকার গাবখান ব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ১১ জন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে তাদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় খুলনা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, খুলনা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রথমে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। পরে পাশে থাকা বেশ কয়েকটি অটোরিকশাসহ খাদে পড়ে যায় ট্রাকটি। ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জয়নুল ইসলাম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাস্থলে উৎসুক জনতার প্রচুর ভীড় রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সাথে স্থানীয়রাও পুলিশকে সহায়তা করছেন।
দুর্ঘটনার বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
/আরএইচ/ এএস
Leave a reply