কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন। রোববার রাতে শাহপরীর দ্বীপ চ্যানেল নৌকাডুবির ঘটনা ঘটে।
বিজিবি জানায়, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার অন্তত ২৮ জন রোহিঙ্গা ট্রলারে করে বাংলাদেশে আসছিলেন। নদীর ঘোলার চর পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
গত রাতে দুর্ঘটনার পর দুইজনের লাশ পাওয়া গিয়েছিলো। আজ সোমবার সকালে আবারও তল্লাশি শুরুর পর নাফ নদীর বিভিন্ন পয়েন্টে আরও নয়টি লাশ পাওয়া যায়।
নিহত ১২ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী; বাকিরা সবাই শিশু। নিখোঁজদের সন্ধানে পুলিশ ও বিজিবির সদস্যরা বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মাইনুদ্দিন খান।
গত ২৫ আগস্ট নতুন করে মিয়ানমারে জাতিগত সহিসংতা শুরুর পর বাংলাদেশে আসার সময় ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
Leave a reply