ভালোবাসার শহর প্যারিসে অলিম্পিক গেমসের ক্ষণগণনা শুরু

|

আর মাত্র ১০০ দিন বাকি। এরপরই শুরু হবে ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩ তম আসর। প্রস্তুত ফ্রান্স। প্রস্তুত আয়োজক শহর প্যারিস। শুরু হয়েছে সেই মাহেন্দ্রক্ষণ আসতে কত দেরি, সেই কাউন্টডাউনও। আইফেল টাওয়ার ও সিন নদীর মাঝে বসানো হয়েছে একটি বিশেষ ঘড়ি।

এই নদীর পাড়েই অনুষ্ঠিত হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ জুলাই শুরু হয়ে এই আসরের পর্দা নামবে ১১ আগস্ট। অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মত আসরগুলো কেন্দ্রীভূত হয় একটি স্টেডিয়ামকে ঘিরে। সেখানেই হয় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। এবার ব্যতিক্রম প্যারিস। প্রথমবারের মত মেইন স্টেডিয়ামের বাইরে উদ্বোধন হবে এবারের আসর।

বাংলাদেশের কোনও অ্যাথলেটের অবশ্য অলিম্পিক পদক নেই। পদক পরের কথা নিজেদের সেরাটাও খেলতে পারেন না বেশির ভাগ অ্যাথলেট। প্যারিসে ভাগ্যটা বদলাবে কি?

উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর হতে যাচ্ছে প্যারিস। এরআগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক আয়োজন করেছিলো শহরটি। একশ বছর পর আবারও আয়োজক হয়েছে প্যারিস। এর আগে লন্ডন ২০১২ সালে প্রথমবারের মতো একটি শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজকের তকমা পেয়েছিল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply