স্কুল পালানোর সাথে পরিচিত নন এমন ব্যক্তির দেখা মেলা ভার। পালিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ে বকুনি খেয়েছেন, এমন ছাত্রের সংখ্যাও কম নয়। তবে এবার বরিশাল জিলা স্কুলে ঘটে গেছে নজিরবিহীন ঘটনা। পালাতে গিয়ে বাউন্ডারি গেটের ফাঁকে আটকে যায় এক শিক্ষার্থীর হাত।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে, আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
জানা যায়, এ দিন স্কুল চলাকালীন সময়ে সপ্তম শ্রেণির এক ছাত্র ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের দেয়াল টপকাতে গিয়ে পা পিছলে গেটের রডের খাঁজে পড়ে যান। এতে একটি হাতে বিঁধে আটকে যায় তার হাত। স্থানীয়রা বিষিয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রটিকে উদ্ধার করে জেলার সিভিল সার্জনের কাছে পাঠায়।
এরপর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এটিএম/
Leave a reply