ভারতের ধর্মীয় উৎসবে ক্ষতিকর আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। ২০১৫ সালে করা এক পিটিশনের রায়ে মঙ্গলবার জারি হয়েছে এ নিষেধাজ্ঞা।
আদালতের রায়ে বলা হয়, ক্ষতিকর আতশবাজি বিক্রি ও ব্যবহার পুরোপুরি বন্ধ থাকবে। তবে নিরাপদ আতশবাজি ব্যবহারের অনুমতি দিয়েছেন আদালত। কারণ, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং কম আওয়াজ করে।
সব ধরণের আতশবাজি বন্ধের নির্দেশ না দেয়ায় আদালতের রায় কার্যকর নিয়ে শংকা প্রকাশ করেন পরিবেশবাদীরা। কারণ, কোন ধরণের বাজি ব্যবহার করা হচ্ছে সেটি নজরদারি করা হবে বেশ কঠিন।
সম্প্রতি ভারতের বেশির ভাগ শহরেই ভয়াবহ বেড়েছে বায়ুদূষণ। দেশটির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দীপাবলিতে, নানা ধরণের আতশবাজির ব্যবহারে দূষণ আরও বাড়াবে, এমন আশংকা পরিবেশ বিশেষজ্ঞদের।
Leave a reply