Site icon Jamuna Television

রাজনীতি অতি ধনীর কারখানা হিসেবে গড়ে উঠেছে: ড. হোসেন জিল্লুর

রাজনীতি, অতি ধনীর কারখানা হিসেবে গড়ে উঠেছে। আগামীতে অর্থনীতির এজেন্ডাই হবে রাজনীতির এজেন্ডা— এ কথা বলেছেন সাবেক বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মধ্যম আয়ের দেশ হয়ে বাংলাদেশ যেন আটকে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বললেন, মধ্যম আয়ের দেশে উত্তরণের পর দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ শুরু হবে। সেজন্য প্রস্তুতি প্রয়োজন।

এই আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, শ্রমঘন শিল্প নিয়ে বেশিদূর যাওয়া যাবে না। এখনও উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে পিছিয়ে আছে দেশ। বিশ্ববাজারে ভালো করতে হলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তারা।

তাদের মতে, জিডিপির প্রবৃদ্ধিতে চমক নেই। শষ্য উৎপাদন ও সেচ ব্যবস্থাপনার যুগান্তকারী উন্নয়ন হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বড় ভূমিকা রাখছে। সমন্বিত শিল্প নীতি প্রয়োজন। যাতে রফতানি পণ্যের বহুমুখীকরণ হয়।

/এমএন

Exit mobile version