বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা আজ

|

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। প্রবারণা পূর্ণিমা উদযাপনের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের কাছে পাপমোচনের জন্য ক্ষমা প্রার্থনা করে। দিনটিতে বৌদ্ধপূজা, সংঘদান, শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চীবরদান উৎসব। বান্দরবানের মারমা বৌদ্ধরা প্রবারণা পূর্ণিমা পালন করে কিছুটা ভিন্নধারায়। তাদের কাছে এটাই মূল ধর্মীয় উৎসব।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা আজ। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়। ঘরে ঘরে লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হন। এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। পূজা উপলক্ষে দেশের বিভিন্ন মণ্ডপ-মন্দিরের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে। পূজা-আর্চনার পাশাপাশি ঘর বাড়ির আঙিনায় আঁকা হয়েছে লক্ষ্মী আলপনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply