সাভারে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

|

সাভারের আশুলিয়ায় ফার্নিচারের গোডাউনে জমা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে আশুলিয়ার কুরগাও এলাকায় ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন ওই গোডাউনের ম্যানেজার সুমন (৩০), গোডাউনের পাশের বাড়ির ভাড়াটিয়া সাজেদা (৫৫) ও একজন ক্রেতা। ক্রেতার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আবাসিক ওই ভবনে দোকানের গোডাউন হিসেবে একটি কক্ষ ভাড়া দিয়েছিলেন বাড়ির মালিক। বিকেলে একজন ক্রেতা নিয়ে সেই গোডাউনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন সুমন। কক্ষে ঢুকে লাইটের সুইচ অন করলে অর্তকিত বিস্ফোরণ ঘটে। এতে ক্রেতাসহ দ্গ্ধ হয় গোডাউন মালিক সুমন ও পাশের বাড়ির ভাড়াটিয়া সাজেদা। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিউটে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা, দীর্ঘদিন কক্ষ বন্ধ থাকায় গ্যাস জমেছিল। সেখান থেকেই বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply