সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা, মৎস্যজীবী লীগ নেতা আহত

|

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে শ্যামনগরের গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বাবু নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের হোগলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

সাতক্ষীরা-৪ আসনের এমপি আতাউল হক দোলন জানান, গাড়ি নিয়ে এক আত্নীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে চলন্ত গাড়িতে ইট নিক্ষেপ করে। গাড়ির গ্লাস ভেঙে ভিতরে থাকা মৎস্যজীবী লীগ নেতা মারুফের বুকে লাগে।

তিনি আরও বলেন, হামলাকারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সে পেশায় একজন দিনমজুর। কি কারণে হামলা করেছে সেটি সে বলছে না। হামলায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হয়।

বিষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। বাবুর পরিবার আওয়ামী লীগ সমর্থন করে। সে পেশায় একজন ভ্যানচালক। তার চোখে লাইট পড়লে সে সহ্য করতে পারে না। হয়তো লাইট চোখে পড়ায় খারাপ লেগেছে সেজন্য গাড়িতে ইট মেরেছে বলেও জানান তিনি।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এমপির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কি কারণে এই হামলা এখনো বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply