জয়পুরহাট করেসপনডেন্ট:
জয়পুরহাটের তেঘর গ্রামে সনাতন ধর্মালম্বীদের নীলকন্ঠ শিবপুজা উপলক্ষ্যে চলা শতবছরের পুরাতন শিব মেলার অবাধে চলছে জুয়া ও মাদকের আসর। সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউপি সংলগ্ন মন্দির এলাকায় ঐতিহ্যবাহী মেলায় সরেজমিন দেখা যায়, হরেক রকম পন্য ও খেলনাপাতির সাথে তাল মিলিয়ে চলছে জমজমাট জুয়ার আসর।
পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এ মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়া চলে। সেই সাথে মেলার আড়ালে চলছে মাদক বিক্রি ও সেবন। স্থানীয়রা জানায়, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব কার্যক্রম। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় প্রভাবশালীরা এই মেলার সাথে জড়িত রয়েছে বলেও জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এই মেলা কমিটির সদস্য। তবে, প্রশাসনের কেউই চলমান এই মাদক ও জুয়ার দায় নিতে চাননি। তাদের ভাষ্যমতে, এ ধরনের কিছুই জানেন না তারা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলমকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জুয়ার বিষয় জানা ছিল না। যেহেতু আমার নজরে এসেছে, খুব শীঘ্রই বন্ধ করা হবে।
/এমএইচ
Leave a reply