আন্তজার্তিক ওমরাহ সম্মেলনে যোগ দিতে সৌদি যাচ্ছেন হজ এজেন্সিজ অয়াসোয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম. সাখাওয়াত হোসাইন তসলিম। কাল রোববার (২১ এপ্রিল) দেশটির নগরী মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
আজ শনিবার (২০ এপ্রিল) হাবের জনসংযোগ সচিব মুফতী মুহাম্মদ জুনায়েদ গুলজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরে হাব সভাপতির সাথে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ডা. তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহর বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মদিনাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ওমরাহ ব্যবস্থাপনা ও যাত্রীদের জন্য করণীয় নির্ধারণ করা হবে।
Leave a reply